দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
চেম্বারলেন
রুজভেল্ট
চার্চিল
স্ট্যালিন
Description (বিবরণ) :
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ব্যাখ্যা:
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল।
স্যার উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল, (30 নভেম্বর 1874 - 24 জানুয়ারী 1965) ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা এবং লেখক। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 থেকে 1945 সাল পর্যন্ত এবং আবার 1951 থেকে 1955 পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
Related Question
দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্নসমর্পণ করে------
১৯৪২ সালের নভেম্বর মাসে
১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
১৯৪৫ সালের এপ্রিল মাসে
১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
ভুটান
ইরাক
ভারত
শ্রীলঙ্কা
চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
৩৮৭ জন
৩৭৫ জন
৩৫৭ জন
৩৭৮ জন
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম -----
ভারত
রাশিয়া
ভুটান
নেপাল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল -----
কমিন্টার্ন
কমিনফর্ম
কমেকন
কোনোটিই নয়
দ্বিতীয় বাংলাদেশী যিনি অতিসম্প্রতি এভারেস্ট জয় করেছেন?
মুসা ইব্রাহিম
মোহাম্মদ ইব্রাহিম মুকিত
মোহাম্মদ আব্দুল মুহিত
লিটন সরকার