ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?

ধ্বনিতত্ত্বে

অর্থতত্ত্বে

বাক্যতত্ত্বে

রূপতত্ত্বে


Description (বিবরণ) :

প্রশ্ন: ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?

ব্যাখ্যা: রূপতত্ত্ব: এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ / morpheme । রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব / Morphology বলা হয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয় শব্দ ও পদের গঠন, ক্রিয়ার কাল, সংখ্যা, বচন, নির্দেশক, উপসর্গ, বিভক্তি, প্রকৃতি ও প্রত্যয়, ধাতু, প্রত্যয়, অনুসর্গ, চিহ্ন/লিঙ্গ, পক্ষ/পুরুষ, কারক, সমাস, দ্বিরুক্তি ইত্যাদি।


Related Question

' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

রূপতত্ত্ব

ধ্বনিতত্ত্ব

পদক্রম

বাক্য প্রকরণ

প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

বাক্যতত্ত্ব

রুপতত্ত্ব

অর্থতত্ত্ব

ধ্বনিতত্ত্ব

ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

রুপতত্ত্ব

বাক্যতত্ত্ব

ধ্বনিতত্ত্ব

অর্থতত্ত্ব

সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

রূপতত্ত্বে

বাক্যতত্ত্বে

অর্থতত্ত্বে

ধ্বনিতত্ত্বে

ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয় ?

ধ্বনিতত্ত্ব

অর্থতত্ত্ব

বাক্যতত্ত্ব

রূপতত্ত্ব