কোন বাক্যটি শুদ্ধ?
He succeeded to win the prize
He succeeded at winning the prize
He succeeded to winning the prize
He succeeded in winning the prize
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ?
ব্যাখ্যা: শীঘ্রই প্রশ্নের ব্যাখ্যা যোগ করা হবে!
Related Question
কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
সে বই পড়ছে
সে গভীর চিন্তায় মগ্ন
সে ঘুমিয়ে আছে
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
নিচের কোন বাক্যটি সঠিক?
আমার কথাই প্রমাণ হলো
আমার কথাই প্রমান হলো
আমার কথাই প্রমাণীত হলো
আমার কথাই প্রমাণিত হলো
কোন বাক্যটিতে ভুল নেই ?
দরিদ্রতা অভিশাপ
ফুল দেখতে সৌন্দর্য
ভুল লিখতে ভূল করো না
শনিতে অশনি দেখতে পেলাম
কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
তুই বাড়ি যা
ক্ষমা করা ঘোর অপরাধ
কাল একবার এসো
দূর হও
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
কাজের পরিচয় ফলে বোঝা যায়
ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
কোন বাক্যটি শুদ্ধ?
He appeared at the examination
The more he gets, more he wants
We write with ink
He got the work being done