ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু---
ব্রজেন দাশ
আবদুল মালেক
অরুণ নন্দী
আবু সাঈদ
Description (বিবরণ) :
প্রশ্ন: ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু---
ব্যাখ্যা:
ব্রজেন দাশ, একমাত্র বাংলাদেশী যিনি ১০ ঘন্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি অতিক্রম করেন।
তিনি মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯৬১ সালে তিনি উপযুক্ত রেকর্ড গড়েন।
Related Question
কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন?
মার্ক স্পিৎজ
মাইকেল ফেল্পস্
ব্রজেন দাস
ক্যাপ্টেন হাফিজ
ইংলিশ চ্যানেল কোন ২টি মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগর ও আরব সাগর
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে ----
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে-
উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
আটলান্টিক ও প্রসান্ত মহাসাগরকে
ভারত মহাসাগর ও ভূমধ্য মহাসাগরকে
ভূমধ্য মহাসাগর ও লোহিত মহাসাগরকে
বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম কেরন?
আব্দুল মালেক
ব্রজেন দাস
মোশারফ হোসেন
সামেদুল ইসলাম
বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
আব্দুর রহমান
মোহাম্মদ ইদ্রিস
ব্রজেন দাস
এদের কেউই না