এসকিউএল টিউটোরিয়াল - SQL Tutorial
এসকিউএল - SQL : রিলেশনাল ডেটাবেজ(Relational Database)-কে এক্সেস করার জন্য SQL একটি স্ট্যান্ডার্ড ভাষা।
রিলেশনাল ডেটাবেজ(relational database) এ তথ্য জমা, পুনরুদ্ধার এবং পরিচালনার জন্য SQL কে ডিজাইন করা হয়েছে।
সুতরাং MySQL, SQL Server, Access, Oracle, Sybase, DB2 ইত্যাদি রিলেশনাল ডেটাবেজ সিস্টেমকে এক্সেস করার জন্য SQL হলো একটি স্টান্ডার্ড ভাষা।
আমাদের এই এসকিউএল টিউটোরিয়ালটিতে SQL এর একেবারে ব্যাসিক থেকে এডভ্যান্স টপিক্স-সমূহও যোগ করেছি। ফলে এই টিউটোরিয়াল শেষে এডভ্যান্স SQL বুঝার জন্য আপনাকে প্রস্তুত করে তুলবে।
উদাহরণ
আমাদের প্রতিটি পরিচ্ছেদে আছে অসংখ্য উদাহরণ সেকশন। আপনি উদাহরণ সেকশনে মাউস নিয়ে গেলে উপরের কোণায় কোড copy
করার একটি অপশন দেখতে পাবেন।
copy
অপশনে মাউস ক্লিক করলে ক্লিপবোর্ডে কোড কপি হবে। কোড অনুশীলনের জন্য আপনি আপনার সার্ভার ওপেন করে copy
করা কোড paste
করতে পারবেন।
SELECT * FROM student_details;
রিলেশনাল ডেটাবেজ(Relational Database) এ তথ্য জমা(store), পুনরুদ্ধার(retrive) এবং পরিচালনার(manipulating) জন্য SQL একটি স্টান্ডার্ড ভাষা।
এসকিউএল কি?(What is SQL? )
এসকিউএল(SQL) হলো স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ(Structured Query Language) যা রিলেশনাল ডেটাবেজে সঞ্চিত ডেটা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং পরিচালনার জন্য ব্যবহৃত একটি স্টান্ডার্ড ভাষা।
MySQL, SQL Server, Access, Oracle, Sybase ইত্যাদি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম-সমূহ(RDBMS) SQL কে স্টান্ডার্ড ভাষা হিসাবে ব্যবহার করে।
- SQL এর পূর্ণরূপঃ Structured Query Language ।
- SQL এর মাধ্যমে আপনি রিলেশনাল ডেটাবেজে এক্সেস করতে পারবেন।
- SQL একটি ANSI(American National Standards Institute) স্ট্যান্ডার্ড।
SQL কি কি করতে পারে?
- SQL ইউজারকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ডেটা এক্সেস করতে অনুমতি দেয়।
- SQL ডেটাবেজে কুয়েরি সম্পাদন করতে পারে।
- SQL নতুন ডেটাবেজ তৈরি করতে পারে।
- SQL ডেটাবেজে নতুন টেবিল তৈরি করতে পারে।
- SQL ডেটাবেজ থেকে তথ্য পুনরূদ্ধার করতে পারে।
- SQL ডেটাবেজে তথ্য সংরক্ষন করতে পারে।
- SQL ডেটাবেজে তথ্য হালনাগাদ করতে পারে।
- SQL ডেটাবেজ থেকে তথ্য মুছে ফেলতে পারে।
- SQL ডেটাবেজের মধ্যে তথ্য সংরক্ষণ পদ্ধতি তৈরি করতে পারে।
- SQL ডেটাবেজের ভিউ(view) তৈরি করতে পারে।
- SQL ডেটাবেজে টেবিল, কার্যপ্রনালী এবং ভিউ এর উপর পারমিশন সেট করতে পারে।
- SQL ডেটাবেজে যে কোন কার্য-সম্পাদন করতে পারে।
SQL একটি স্ট্যান্ডার্ড
SQL ভাষা ANSI(American National Standards Institute) স্ট্যান্ডার্ড হওয়া সত্ত্বেও এর কিছু ভিন্ন ভার্সনও রয়েছে।
যাইহোক, ANSI স্ট্যান্ডার্ড মেনে চলার জন্য SQL এর সকল ভার্সন-ই প্রধান প্রধান কমান্ড-সমূহ যেমন- CREATE
, SELECT
, UPDATE
, DELETE
, INSERT
, WHERE
ইত্যাদি সাপোর্ট করে।
বিঃদ্রঃ অধিকাংশ SQL ডেটাবেজ প্রোগ্রামের SQL স্ট্যান্ডার্ড ছাড়াও তাদের নিজস্ব কিছু এক্সটেনশন রয়েছে।
ওয়েব সাইটে SQL এর ব্যবহার
ডেটাবেজ থেকে তথ্য দেখাবে এমন একটি ওয়েব-সাইট তৈরী করতে যা প্রয়োজন হবেঃ
- একটি RDBMS ডেটাবেজ প্রোগ্রাম। যেমন- MS Access, SQL Server, MySQL ইত্যাদি।
- একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ভাষা। যেমন- PHP অথবা ASP
- ডেটাবেজ থেকে যে কোনো তথ্য পেতে আপনাকে SQL(Sql) ব্যবহার করতে হবে।
- এছাড়া ডায়নামিকভাবে তথ্য এক্সেস করতে চাইলে SQL এর সাথে Ajax অথবা Jquery-ও ব্যবহার করতে পারেন।
RDBMS
RDBMS এর পূর্ণরূপঃ Relational Database Management System.
RDBMS হলো SQL এর ভিত্তি এবং সকল মর্ডান ডেটাবেজ সিস্টেমেরও ভিত্তি। যেমন- MS SQL Server, IBM DB2, Oracle, MySQL এবং Microsoft Access।
তথ্য-সমূহ RDBMS ডেটাবেজ এর অবজেক্টে সংরক্ষিত থাকে, আমাদের কাছে এই অবজেক্টগুলো টেবিল নামে পরিচিত। একটি টেবিল সম্মন্ধযুক্ত কিছু তথ্যের(data) সংগ্রহ যা কলাম(field) এবং সারি(tuple/record) নিয়ে গঠিত। আমাদের সকল তথ্য ডেটাবেজের এই কলাম এবং সারির মধ্যেই সংরক্ষিত হয়/থাকে।