Site icon স্যাট একাডেমী ব্লগ

আপনার ওয়েবসাইটে Live Cricket Score দেখার অপশন যুক্ত করুন

আজকে আমি আপনাদের সাথে এমন একটা কোড শেয়ার করবো যা, আপনার ওয়েবসাইটে বসালে সেখানে ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখা যাবে।
বর্তমান যুগ অনলাইনের যুগ। সবার হাতে হাতে যেহেতু স্মার্টফোন চলে এসেছে তাই বেশিরভাগ মানুষই আর টিভিতে খেলা দেখে না। কেও টিভিতে দেখে আবার কেও মোবাইলেই টিভি দেখে। যারা মোবাইলের ডাটা খরচ বাঁচাতে চান তারা আবার অনলাইন স্কোর দেখে।
তাছাড়া অনেক সময় বিদ্যুৎ এর সমস্যার কারনেও মোবাইলে লাইভ স্কোর দেখা লাগে, তাই আপনার ওয়েবসাইটে যদি লাইভ ক্রিকেট স্কোর দেখার একটা অপশন থাকে তাহলে তা আপনার সাইটের ভিজিটরদের আরো বেশি আকর্ষণ করতে পারে।
তাহলে আর দেরি না করে চলুন দেখে আশি কিভাবে আপনার সাইটে লাইভ ক্রিকেট স্কোর দেখার সিস্টেম চালু করবেন।
ডেমোঃ

এই কাজটা একদম সহজ। আপনি শুধু আপনার সাইটের যেখানে লাইভ স্কোর দেখাতে চান সেখানে নিচের কোডটা বসিয়ে দিন, ব্যাস আর কিছু করা লাগবে না।


<script type="text/javascript"> 
 app="www.cricwaves.com"; mo="f1_zd"; nt="pak"; mats =""; tor =""; Width="302px"; Height="252px"; wi ="w"; 
 co ="pak"; ad="2"; 
</script>
<script type="text/javascript" src="//www.cricwaves.com/cricket/widgets/script/scoreWidgets.js"></script> 

Note: কোড কপি করতে সমস্যা হলে নিচের লিংক থেকে কোড ডাউনলোড করে নিন।Google Drive

আজকের মত এখানেই শেষ করছি। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।