Site icon স্যাট একাডেমী ব্লগ

গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১৫। প্রথম ১০০ দিন শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। শেয়ার করবো।

প্রথম ১০০ দিন শুধু শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের-১৫তম পর্বে সবাইকে স্বাগতম, প্রথমে আন্তরিক ভাবে দুঃখিত আমাদের টিউটোরিয়াল পর্যায়ক্রম পর্বে  প্রতিদিনের টিউটোরিয়াল উপহার দিতে পারি নাই এই জন্য। তবে অনেক দেরিতে হলে আবারো শুরু করেছি আমাদের নিয়মিত টিউটোরিয়াল  উপহার দিতে। আশা করি গত পর্বের টিউটোরিয়াল গুলো বুঝতে পেরেছেন । কোন অংশে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। চলুন শুরু করি ১০০ দিনের আজকের পর্ব–১৫

ওয়েব পেজের জন্য ইমেজ তৈরী

ওয়েব পেজে ব্যবহৃত ইমেজের নির্দিস্ট কিছু বৈশিষ্ট থাকতে হয়। একদিকে সেগুলির ফাইল সাইজ হতে হয় ছোট যেন ধীরগতির ইন্টারনেট সংযোগেও দ্রুত সাইট ওপেন হয়, অন্যদিকে কখনো কখনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। বিশেষ করে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে রং বা ছবি থাকলে। ইমেজ ফরম্যাটও হতে হয় এমন যা সব ব্রাউজারে ব্যবহার করা যায়। ফটোশপে খুব সহজেই ওয়েবের জন্য ইমেজ তৈরী করে নেয়া যায়।

ওয়েব সাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হচ্ছে JPEG, PNG। JPEG ফরম্যাট বিশেষ করে ফটোগ্রাফ জাতিয় ছবির ক্ষেত্রে মান ঠিক রেখেও ফাইল সাইজ ছোট করে নেয়া যায়। অসুবিধে হচ্ছে এতে ট্রান্সপারেন্সি ব্যবহার করা যায় না। ট্রান্সপারেন্সি ব্যবহার করতে হলে PNG ফরম্যাট ফাইল Save করতে হবে। যদিও ফাইলের আকার সাধারনত JPEG থেকে কিছুটা বড় হয়।

আরেক জনপ্রিয় ফরম্যাপ জিফ (GIF)। এতে রঙের সিমাবদ্ধতা রয়েছে ফলে JPEG ফরম্যাটের মত তত উচুমানের ছবি পাওয়া যায় না। আবার সুবিধার দিকে রয়েছে বিশেষ রংকে ট্রান্সপারেন্ট হিসেবে ব্যবহার করার সুযোগ।

ওয়েব পেজে ইমেজ ব্যবহারের জন্য ফাইল সাইজ এবং ছবির মান দুদিকেই দৃষ্টি দিতে হয়। দুইয়ের সমতা রেখে ইমেজ তৈরী করতে হবে।

আজ এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু একেবারেই শেষ করছি না আসছি আগামী পর্বে আবারো নতুন গুরুত্বপূর্ণ  টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।

পূর্বের টিউটোরিয়াল পড়তে ক্লিক করুন :
Exit mobile version