গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১৮। প্রথম ১০০ দিন শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। শেয়ার করবো।

প্রথম ১০০ দিন শুধু শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের-১৮তম পর্বে সবাইকে স্বাগতম, আশা করি গত পর্বের টিউটোরিয়াল গুলো বুঝতে পেরেছেন । কোন অংশে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। চলুন শুরু করি ১০০ দিনের আজকের পর্ব–১৮

লিকুইডিফাই ইফেক্ট

ফটোশপ ব্যবহার করে সুন্দর ডিজাইন তৈরী করবেন, ইমেজে সমস্যা থাকলে দুর করবেন, পেইন্ট করবেন, স্পেশাল ইফেক্ট দেবেন এটাই স্বাভাবিক। কিন্তু, আপনার নিশ্চয়ই মনে আছে ষ্টার ট্রেকের কথা। কিংবা বর্তমানের নানারকম ফ্যান্টাসি কিংবা সাইন্স ফিকশনের মজাদার চরিত্রের কথা। কখনো কি মনে হয়নি নিজের কিংবা পরিচিত কাউকে তেমনি মজাদার কোন চরিত্রে পরিনত করার।

ফটোশপে সেটা করতে পারেন লিকুইডিফাই ইফেক্ট ব্যবহার করে।

  • যে ছবিতে লিকুইডিফাই ইফেক্ট ব্যবহার করে পরিবর্তন করতে চান সেটি ওপেন করুন।
  • মেনু থেকে কমান্ড দিণ Filter – Liquidify, লিকুইডিফাই উইন্ডোতে ছবিটি ওপেন হবে।

  • নিজে থেকে Forward Warp Tool সিলেক্ট হওয়ার কথা। এরজন্য ডানদিকের মেনু থেকে ব্রাশ সাইজ ঠিক করে নিন।
  • ইমেজের যেখানে পরিবর্তন করতে চান সেখানে ক্লিক করে ড্রাগ করুন।
  • অতিরিক্ত পরিবর্তন হলে Reconstruct Tool টুল সিলেক্ট করুন এবং ক্লিক করে ড্রাগ করুন। যাকিছু পরিবর্তন করেছেন সেটা বাতিল হয়ে আগের অবস্থার দিকে পরিবর্তন হবে।
  • কোন যায়গাকে পরিবর্তনের বাইরে রাখার জন্য Freeze Maskটুল ব্যবহার করে পেইন্ট করুন।
  • আপনি কোথায় কতটুকু পরিবর্তন চান সেটা নির্ভর করে বিভিন্ন টুল ব্যবহার করে দেখুন।
  • পছন্দমত পরিবর্তনের পর OK বাটনে ক্লিক করুন।
  • কোন ব্যক্তির ছবি ক্যারিকেচার করার আগে আরেকবার ভেবে নিন। যার ছবি তিনি সেটা পছন্দ নাও করতে পারেন।

শুধুমাত্র ব্যক্তির ছবিই পরিবর্তন করতে হবে এমন কথা নেই। অন্য ছবি থেকেও মজার কিছু পেতে পারেন।

আজ এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু একেবারেই শেষ করছি না আসছি আগামী পর্বে আবারো নতুন গুরুত্বপূর্ণ  টিউটোরিয়াল নিয়ে। তবে অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস্‌ করবেন, যত বেশি বেশি প্র্যাকটিস্‌ তত আরো ভালো ভাবে দক্ষ হবেন। সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।

পূর্বের টিউটোরিয়াল পড়তে ক্লিক করুন :

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.