গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১৬। প্রথম ১০০ দিন শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। শেয়ার করবো।

প্রথম ১০০ দিন শুধু শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের-১৬তম পর্বে সবাইকে স্বাগতম, আশা করি গত পর্বের টিউটোরিয়াল গুলো বুঝতে পেরেছেন । কোন অংশে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। চলুন শুরু করি ১০০ দিনের আজকের পর্ব–১৬

টেক্সট কাটআউট ইফেক্ট

কোন একটি ইমেজ থেকে টেক্সট-কাট-আউট ইফেক্ট তৈরী করলে মনে হবে ইমেজ কেটে টেক্সট তৈরী করা হয়েছে। ইহা ফটোশপের মাধ্যমে কিভাবে করা যায় তা শিখবো।

 যে ছবি ব্যবহার করে টেক্সট তৈরী করবেন তাকে ফটোশপে ওপেন করুন। ফুলের ছবি ব্যবহারের সময় ছোটছোট ফুলের ছবি বেশি সুবিধেজনক।

  • যে টেক্সট ব্যবহার করতে চান সেটি টাইপ করুন। ইমেজের ওপর যায়গামত রাখুন।
  • ইমেজ লেয়ারকে টেক্সট লেয়ারের ওপরে নিন।
  • দুটি লেয়ারের মাঝখানের লাইনে Alt-Click করুন।

আপনার টেক্সট কাট-আউট ইমেজ তৈরী।

আজ এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু একেবারেই শেষ করছি না আসছি আগামী পর্বে আবারো নতুন গুরুত্বপূর্ণ  টিউটোরিয়াল নিয়ে। তবে অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস্‌ করবেন, যত বেশি বেশি প্র্যাকটিস্‌ তত আরো ভালো ভাবে দক্ষ হবেন। সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।

পূর্বের টিউটোরিয়াল পড়তে ক্লিক করুন :

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.