Site icon স্যাট একাডেমী ব্লগ

গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১৭। প্রথম ১০০ দিন শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। শেয়ার করবো।

প্রথম ১০০ দিন শুধু শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের-১৭তম পর্বে সবাইকে স্বাগতম, আশা করি গত পর্বের টিউটোরিয়াল গুলো বুঝতে পেরেছেন । কোন অংশে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। চলুন শুরু করি ১০০ দিনের আজকের পর্ব–১৭

পাথ টেক্সট এবং সেপ

আপনি যখন ফটোশপে লোগো তৈরী করেন তখন অনেক সময়ই বৃত্তাকার টেক্সট প্রয়োজন হয়। এছাড়াও নির্দিস্ট রেখা অনুসরন করে টেক্সট ব্যবহার করে ডিজাইনকে আকর্ষনীয় করা যায়। ফটোশপে নিজস্ব পাথ তৈরী করে সেই পাথ অনুযায়ী টেক্সট ব্যবহার করা যায়, আবার বৃত্তসহ নানারকম সেপ তৈরী করে তারসাথেও ব্যবহার করা যায়।

পাথ টেক্সট পরিবর্তন করা

ফটোশপে বৃত্ত সহ অন্যান্য যে সেপগুলি তৈরী করা যায় সেগুলিকে টেক্সট পাথ হিসেবে ব্যবহার করা যায়।

আজ এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু একেবারেই শেষ করছি না আসছি আগামী পর্বে আবারো নতুন গুরুত্বপূর্ণ  টিউটোরিয়াল নিয়ে। তবে অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস্‌ করবেন, যত বেশি বেশি প্র্যাকটিস্‌ তত আরো ভালো ভাবে দক্ষ হবেন। সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।

পূর্বের টিউটোরিয়াল পড়তে ক্লিক করুন :