Site icon স্যাট একাডেমী ব্লগ

ডিএনএস কি?

আমাদের প্রতিটি ওয়েবসাইটের লিংকে ক্লিকের সাথে সাথেই প্রথম একটি ডিএনএস সারভার সার্ভিস দিয়ে থাকেডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম সম্পর্কে বেসিক ধারণা থাকাটা জরূরী।

DNS হলো ফোনবুকের মতো একটা তথ্য ভান্ডার ও তা ম্যানেজ করার সিস্টেম। ফোনবুকে যেমন প্রত্যেকের নামের উপর ভিত্তি করে ফোন নম্বর লেখা হয়। এখানে প্রতিটি ডোমেইনের জন্য আইপি দেওয়া হয়। খুব দ্রুত কাজ করানোর জন্য পদ্ধতিটি কিন্তু ভিন্ন রকমের।


ডিএনএস কিভাবে কাজ করে?

হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং  দিচ্ছে   স্যাট হোস্ট

বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি   www.satthost.com   

সার্ভার কি?   

ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।