আমাদের প্রতিটি ওয়েবসাইটের লিংকে ক্লিকের সাথে সাথেই প্রথম একটি ডিএনএস সারভার সার্ভিস দিয়ে থাকেডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম সম্পর্কে বেসিক ধারণা থাকাটা জরূরী।
DNS হলো ফোনবুকের মতো একটা তথ্য ভান্ডার ও তা ম্যানেজ করার সিস্টেম। ফোনবুকে যেমন প্রত্যেকের নামের উপর ভিত্তি করে ফোন নম্বর লেখা হয়। এখানে প্রতিটি ডোমেইনের জন্য আইপি দেওয়া হয়। খুব দ্রুত কাজ করানোর জন্য পদ্ধতিটি কিন্তু ভিন্ন রকমের।
ডিএনএস কিভাবে কাজ করে?
- কোন কম্পিউটার কোন ওয়েবএড্রেস লিখলে সেটি সেই ওয়েবসাইটের আইপি জানতে চায়। এই প্রশ্ন সে ডিএএস সারভারকে জিজ্ঞাসা করে।
- ডিএনএস সারভারে হোস্ট তথ্য সংরক্ষিত থাকে। তবে তারও ধারণ ক্ষমতা আছে। বেশি ব্যবহৃত সাইটের আইপিগুলো ক্যাশ মেমরীতেই থাকে। সেখান থেকে সে প্রদান করে। সেখানে না পেলে সে রুট সারভারের কাছে চলে যায়।
- রুট সারভারের কাছে আইপি ও হোস্ট ডাটাবেজ থাকে যা নির্দিষ্ট সময় পর পর আপডেট হয়।
- TDL (Top Level Domain) সারভার রয়েছে অনেকগুলো। এক একটির জন্য আলাদা আলাদা। সেখানে প্রতিটি ডোমেইনের নেম ফাইল রয়েছে। সেটাই মূল বুনিয়াদ। সেখান থেকে ডিএনএস সারভার হোস্ট আইপি নিয়ে ক্লাইন্টকে প্রদান করে।
- ক্লাইন্ট তখন সরাসরি হোস্টের সাথে HTTP প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করে। ব্রাউজার ওয়েবসাইটটি ডাউনলোড করে প্রদর্শণ করে।
হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে SSD হোস্টিং দিচ্ছে স্যাট হোস্ট
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি www.satthost.com
ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কি?
ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?
স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com
অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।