Site icon স্যাট একাডেমী ব্লগ

ব্যান্ডউইথ ও ব্যান্ডউইথ এর পরিমাণ

আপনি কোন ওয়েবসাইট ভিজিট করলে যে ফাইলগুলো আপনার কম্পিউটারে প্রদর্শিত হয় তার সার্ভার থেকে আপনার কম্পিউটারে ডাউনলোড হয়। আবার আপনি কো ছবি বা তথ্য ওয়েবসাইটে আপলোডও করে থাকেন। এভাবে একটি ওয়েবসাইটের সব ভিজিটর যে পরিমান তথ্য গ্রহন ও প্রদান করে থাকে তার পরিমানই ঐ ওয়েবসাইটের ব্যান্ডউইথ। প্রতি মাসের হিসেবে এটি হিসেব করা হয়।

সারভারে আপনার ওয়েবসাইটের পেজগুলো ভিজিট করলে সেই পেজের HTML ফাইল, ছবি, ভিডিও ইত্যাদি কনটেন্ট ক্লাইন্টের কম্পিউটারে লোড হয়। কোন ফাইল ডাউনলোড করলেও এভাবে ব্যান্ডউইথ খরচ হয়। আবার কোন ফাইল আপলোড করলেও সেটা হিসেবে রাখা হয়। এভাবে প্রতি মাসে সব ভিজিটর যে পরিমান ডাউনলোড ও আপলোড করে তাই কোন ওয়েবসাইটের মাসিক ব্যান্ডউইথ।

সাধারণতঃ ওয়েবসাইটের মাসিক ব্যান্ডউইথের হিসেবে সারভারের ওয়েবসাইটের ট্রাফিক হিসাব করা হয় এবং হোস্টিং এর দাম নির্ধারনেও মাসিক ব্যান্ডউইথ লিমিটের কথা উল্লেখ থাকে।


আমরা ভাল হোস্টিং প্রভাইডারের কাছে আমাদের ওয়েবসাইট হোস্ট করার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ও  বিস্তারিত ডোমেইন হোস্টিং সম্পর্কে জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।

হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং  দিচ্ছে   স্যাট হোস্ট

বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি   www.satthost.com   

সার্ভার কি?   

ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।