Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
সেরকশ নয় বরং চৌকশ হও | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

সেরকশ নয় বরং চৌকশ হও

“সেরকশ নয় বরং চৌকশ হও”

ক্ষিপ্ততা গলাবাজিতে নয়, বরং তোমার জিদ, রাগ, অহংকার এর সাথে আপোস করে প্রতি ন্যানো সেকেন্ড শীতল মস্তকে ভেবে চৌকশতার পরিচয় দিতে পারলেই তুমি বড় হতে পারো।

হঠাৎ কোন কিছুর প্রতি প্রচন্ড বিরক্তি, রাগ বা অভিমান কাজ করছে, জবটা এখনি ছেড়ে দিবে, ঐ ছেলেকে পাইলে এখনি পিটাইবে বা যে ছিল স্বপ্ন কানায় তাকে পাঠিয়ে দেবে জেলখানায়। একটু থামো, নিজেকে স্থির করো, অস্থির মস্তিস্ক কখনওই ভাল সিদ্ধান্ত দিতে পারেনা। এমনতো হতে পারে তোমার ব্লাডে প্রেশার এখন হাই, ব্রেইনে রক্ত চলাচল দ্রুত করছে, আর এই সময়টা তোমায় একটা মারাত্মক ভুল সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে। এমনও হতে পারে ওয়েদারটা সুবিধার না তাই সাইকোলজিক্যাল ডিজওর্ডার চলছে, বা কোন তৃতীয় পক্ষ কাহিনীতে ইন্ধন যোগাচ্ছে। প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু ভাবতে শেখায়, জানতে শেখায়, এমনকি সবমিলিয়ে ভাল একটা সিদ্ধান্তে উপনীত হতে শেখায়। কিপ্ পেশেন্স, সময় তোমাকে ঠিক বলে দিবে এইটা করো। আর যদি হাতে সময় না থাকে তবুও এক গাল হাসি দিয়ে ক্ষিপ্ততাকে চৌকশতায় রূপ দিয়ে নাও। উষ্ণ মস্তিস্ক এক নিমিষে কখনওই বসে আসেনা বা শীতল মস্তকে ভাবতে শেখায় না, তাই সময়ের সাথে নিজেকে সেইভাবে গড়ে তোলাটাই অতি উত্তম।

~ পিয়াস