SSL কিভাবে পাবো?
কোম্পানির জন্য SSL সার্টিফিকেট অবশ্যই জরুরী । বর্তমানে অনেক কোম্পানি আছে যারা SSL প্রোভাইড করে । আপনি তাদের কাছে আপনার কোম্পানির সম্পর্কে তথ্য সিলে তারা যাচাই করে আপনার কোম্পানি SSL সার্টিফিকেট এর অন্তর্ভুক্ত করে দেবে ।
এছাড়াও, আরো প্রচুর বিশ্বস্ত কোম্পানি আছে যারা SSL প্রোভাইড করে থাকে । আপনি চাইলে ফ্রী SSL ব্যাবহার করতে পারেন অথবা বর্তমানের হোস্টিং এ থাকা ফ্রী SSL ও ব্যাবহার করতে পারেন ।
S S L Certificate কেন জরুরিঃ
১. ভিজিটরদের বিশ্বাস বাড়ানোর জন্যঃ
আপানার সাইটে যখন কেউ ভিজিট করবে তখন সে যদি আপনার সাইটের মাঝে SSL সার্টিফিকেট দেখতে পায় তখন সে আপনার সাইট কে বিশ্বাস করবে।তখন আপনি তাকে খুব সহজেই কোন কিছু অফার করতে পারবেন।
২. সার্চ ইঞ্জিন রেংকিং পাওয়ায় জন্যঃ
গুগল তার ব্লগে একবার পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে, এখন থেকে সে তাদেরকে বেশি গুরুত্ব দিবে যাদের সাইটে এস এস এল সার্টিফিকেট থাকবে।
তারপর থেকে এস এস এল সার্টিফিকেট এর গুরুত্ব বেড়ে যায়।
আজকের দিনে যাদের সাইটে এস এস এল আছে , আপনি দেখবেন যে তারাই গুগলে রেংকিং এ আছে।
৩. পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্যঃ
আপনার সাইটটি যদি ই-কমার্স বা এই জাতীয় কিছু হয় যে, সাইটে আপনি কিছু বিক্রি করতে চান, তাহলে আপনাকে এস এস এল সার্টিফিকেট ব্যবহার করতে হবে।
মানুষ যখন কোন সাইটে তার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেয়।
সে দেয়ার আগে চিন্তা করে যে, আমরা এই তথ্য আবার ফাঁস হবে নাতো?
এই ধরণের মানুষ যাতে কোন ধরণের চিন্তা ছাড়া তাদের কার্ড ব্যবহার করতে পারে তার জন্য আপনি এস এস এল সার্টিফিকেট ব্যবহার করবেন।
আমরা ভাল হোস্টিং প্রভাইডারের কাছে ওয়েবসাইট হোস্ট করার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ও বিস্তারিত ডোমেইন হোস্টিং সম্পর্কে জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।
হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে SSD হোস্টিং দিচ্ছে স্যাট হোস্ট
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি www.satthost.com
ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কি?
ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?
স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ইমেহল করুন info@sattit.com
অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।