গুগল সার্চ র‍্যাঙ্কিং এ SSL এবং HTTPS এর প্রভাব

গুগল সার্চ র‍্যাঙ্কিং এ Google বর্তমানে তাদের সার্চ এলগরিদম এ HTTPS/SSL কে র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে প্রাধান্য দেয় এবং এর পিছনে কিছু কারণ এর অন্যতম হল অনলাইন সিকিউরিটি বাড়ানো।

পূর্বের আর্টিকেল পড়ূনঃ  SSLকি?   এবং    SSL কোথায় পাবো?

SSL এবং HTTPS
Google কিছুদিন এর মধ্যে তাদের সার্চ ইঙ্গিন এ SSL/HTTPS এর র‍্যাঙ্কিং ফ্যাক্টর আরও বাড়ানোর ঘোষনা দেয় এবং সার্চ এলগরিদম এ পরিবর্তন এর কথা আগেই ঘোষণা করে।  কারন যাতে WebMaster রা তাদের Website কে HTTP থেকে HTTPS এ পরিবর্তন করার জন্য পর্যাপ্ত সময় পায়।

SSL certificate কি এবং SSL এর প্রয়োজনীয়তা

SSL এর পূর্ণরুপ হচ্ছে secure socket layer । SSL certificate একটি ওয়েবসাইকে গুগলের সার্চ এ আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস । এখানে এসএসএল (SSL certificate) কি এবং SSL এর প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা করা হলো।

বর্তমানে গুগল কোনো ওয়েবসাইটকেই র‍্যাংক দিচ্ছে না এই SSL সার্টিফিকেট ছাড়া।
তাই এটা এখন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করার সময় তার লিংকে প্রথমে https লেখা আসে। এর মানে হচ্ছে এই ওয়েবসাইটটি ভিজিট করা আপনার জন্য সিকিউরড ।

ওয়েবসাইটের ট্রাফিক্যারদের পার্সোনাল ডাটা ও তথ্য স্বাভাবিক ভাবেই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই এস এস এল ব্যবহার করা ওয়েবসাইটের ভিজিটরদের ডাটাগুলোকে সিকিউর করে রাখা হয় এই SSL ব্যবহার করে।

ক্রেতা অনলাইনে প্রোডাক্ট কেনার সময় যে অনলাইন পেমেন্ট কার্ড ব্যবহার করে সেই কার্ডের নাম্বার, secure code ব্যবহার করতে হয় সেই কেনাকাটার ওয়েবসাইটে ।

সাইটে SSL Certificate থাকলে

  • ক্রেতার ইনফরমেশন
  • লগইন নেম
  • পাসওর্য়াড
  • পিন কোড
  • ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর

নিরাপদ থাকে তখন ক্রেতা সেই সাইট থেকে প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে কিনতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে ।

এতে করে তার কার্ডের তথ্য প্রাইভেট কিংবা ব্যক্তিগতভাবেই সেই সাইটে সংরক্ষিত থাকে । এ জন্যই সকল ই-কমার্স সাইটে SSL ব্যবহার করতে দেখা যায়। সাধারণ কোনও ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরি করে থাকেন সেক্ষেত্রে SSL (HTTPS) বাধ্যতামূলক নয়।

আমরা ভাল হোস্টিং প্রভাইডারের কাছে  ওয়েবসাইট হোস্ট করার পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও  ডোমেইন হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।

ডোমেইন এবং হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং  দিচ্ছে   স্যাট হোস্ট

স্যাট হোস্ট বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি   www.satthost.com   

সার্ভার কি?   

ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ইমেহল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.