সি প্রোগ্রামিং কমেন্টে | C Programming Comment
সি প্রোগ্রামে দুই ধরনের কমেন্ট ব্যবহৃত হয়। এই অধ্যায়ে আপনি সি প্রোগ্রামে কমেন্টের ব্যবহার করা শিখবেন।
কোড ব্যাখ্যা করার জন্য এবং অধিক পাঠযোগ্য করে তোলার জন্য সি প্রোগ্রামিং এ কমেন্ট ব্যবহার করা হয়।
বিশেষকরে কোডের ডকুমেন্ট লেখার জন্য ব্যপকহারে কমেন্ট ব্যবহৃত হয়।
কমেন্টের প্রকারভেদ
সি প্রোগ্রামে দুই ধরনের কমেন্ট রয়েছেঃ
- এক লাইনের কমেন্ট(Single Line Comments )
- একের অধিক লাইনের কমেন্ট(Multi Line Comments )
এক লাইনের কমেন্ট
এক লাইনের কমেন্ট // দিয়ে শুরু হয়।
// এর পরে যেকোন ধরণের টেক্সটকে সি কম্পাইলার এড়িয়ে চলে।
উদাহরনঃ নিচের উদাহরণে সি প্রোগ্রামে কমেন্টের ব্যবহার দেখানো হলোঃ
#include <stdio.h>
#include <conio.h>
void main(){
clrscr();
//প্রিন্ট ফাংশনের ব্যবহার
printf("I Love C");
getch();
}
আউটপুট
I Love C
এমনকি আপনি স্টেটমেন্টের পরেও কমেন্ট রাখতে পারেন।
printf("I Love C"); //প্রিন্ট ফাংশনের ব্যবহার
একের অধিক লাইনের কমেন্ট
একের অধিক লাইনের কমেন্ট /* দিয়ে শুরু হয় এবং */ দিয়ে শেষ হয়।
/* এবং */ এর মধ্যে যেকোন ধরণের টেক্সটকে সি কম্পাইলার এড়িয়ে চলে।
উদাহরনঃ নিচের উদাহরণে কোড বুঝার জন্য একের অধিক লাইনের কমেন্ট ব্যবহার করা হয়েছে:
#include <stdio.h>
#include <conio.h>
void main(){
clrscr();
/*প্রিন্ট ফাংশনের
ব্যবহার */
printf("I Love C");
getch();
}
আউটপুট
I Love C