সিএসএস লিস্ট
এইচটিএমএল লিস্টকে বিভিন্নভাবে মার্কিং করার জন্য সিএসএস list-*
প্রোপার্টি ব্যবহার করা হয়।
এইচটিএমএল লিস্ট এবং সিএসএস লিস্ট প্রোপার্টি
এইচটিএমএলে সাধারণত দুই ধরনের লিস্ট রয়েছেঃ
- আন-অর্ডার লিস্ট (
<ul>
): - লিস্ট আইটেম গুলোকে বুলেট চিহ্ন দিয়ে মার্কিং করে। - অর্ডার লিস্ট (
<ol>
): - লিস্ট আইটেম গুলোকে সংখ্যা বা অক্ষর দিয়ে মার্কিং করে।
সিএসএস list
প্রোপার্টির মাধ্যমে আপনি নিম্নোক্ত স্টাইলসমূহ করতে পারবেনঃ
- অর্ডার লিস্টের আইটেমগুলোকে বিভিন্নভাবে মার্কিং করতে পারবেন।
- আন-অর্ডার লিস্টের আইটেমগুলোকে বিভিন্নভাবে মার্কিং করতে পারবেন।
- ইমেজ দিয়ে লিস্ট আইটেমকে মার্কিং করতে পারবেন।
- লিস্ট এবং লিস্ট আইটেমে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবেন।
এক নজরে সিএসএস লিস্ট প্রোপার্টিসমূহ
প্রোপার্টি | বর্ণনা |
---|---|
list-style |
একটি ডিক্লেয়ারেশনের মাধ্যমে সবগুলো লিস্ট প্রোপার্টি সেট করার জন্য একটি শর্টহ্যান্ড প্রোপার্টি। |
list-style-image |
লিস্ট আইটেমে মার্কিং হিসেবে ইমেজ সেট করার জন্য ব্যবহার করা হয়। |
list-style-position |
লিস্ট আইটেমের মার্কার কন্টেন্টের ভেতরে নাকি বাহিরে প্রদর্শিত হবে তা নির্ধারণ করে। |
list-style-type |
লিস্ট আইটেমকে মার্কিং করার জন্য টাইপ নির্ধারণ করে। |
লিস্ট আইটেমকে বিভিন্নভাবে মার্কিং করার উপায়
লিস্টের আইটেমসমূহকে বিভিন্নভাবে মার্কিং করতে হলে সিএসএস list-style-type
প্রোপার্টিটি ব্যবহার করতে হবে।
নিচের উদাহরণে লিস্টের আইটেমসমূহে কিছু মার্কারের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস উদাহরণ</title>
<style>
ul.circle {
list-style-type: circle;
}
ul.square {
list-style-type: square;
}
ol.roman {
list-style-type: upper-roman;
}
ol.alpha {
list-style-type: lower-alpha;
}
</style>
</head>
<body>
<p>আনঅর্ডার লিস্টের উদাহরণঃ</p>
<ul class="circle">
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ul>
<ul class="square">
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ul>
<p>অর্ডার লিস্টের উদাহরণঃ</p>
<ol class="roman">
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ol>
<ol class="alpha">
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ol>
</body>
</html>
ফলাফল
বিঃদ্রঃ list-style-type
প্রোপার্টির কিছু ভ্যালু আন-অর্ডার লিস্টের জন্য এবং কিছু ভ্যালু অর্ডার লিস্টের জন্য ব্যবহৃত হয়।
ইমেজ দিয়ে লিস্ট আইটেম মার্কিং
ইমেজ দিয়ে লিস্ট আইটেমকেে মার্কিং করতে হলে সিএসএস list-style-image
প্রোপার্টিটি ব্যবহার করতে হয়।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস উদাহরণ</title>
<style>
ul {
list-style-image: url('../images/sqpurple.gif');
}
</style>
</head>
<body>
<p>ইমেজ লিস্ট মার্কিং</p>
<ul>
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ul>
</body>
</html>
ফলাফল
লিস্ট আইটেমে মার্কারের পজিশন
লিস্ট আইটেমে মার্কার কন্টেন্টের ভেতরে প্রদর্শিত হবে নাকি বাহিরে প্রদর্শিত হবে তা সেট করার জন্য সিএসএস list-style-position
প্রোপার্টিটি ব্যবহার করা হয়।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস উদাহরণ</title>
<style>
ul.inside {
list-style-position: inside;
}
ul.outside {
list-style-position: outside;
}
</style>
</head>
<body>
<p>list-style-position: inside; এর ব্যবহার</p>
<ul class="inside">
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ul>
<p>list-style-position: outside; এর ব্যবহার</p>
<ul class="outside">
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ul>
</body>
</html>
বিঃদ্রঃ list-style-position: inside;
এবং list-style-position: outside;
এর মধ্যে outside;
ভ্যালুটি ডিফল্ট।
ফলাফল
লিস্টকে কালার করা
লিস্ট আইটেমগুলোকে আরোও দর্শনীয় করে উপস্থাপন করতে আমরা লিস্ট এবং লিস্ট আইটেমের ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারি।
<ol>
বা <ul>
ট্যাগে কোনো স্টাইল যোগ করলে সম্পূর্ণ লিস্টেই এর প্রভাব পড়ে। কিন্তু <li>
ট্যাগে স্টাইল যোগ করে আমরা লিস্ট আইটেমসমূহকে পৃথকভাবে স্টাইল করতে পারি।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস উদাহরণ</title>
<style>
ul {
background: lightgreen;
padding: 20px;
}
ul li {
background: lightcyan;
margin-left: 25px;
padding: 5px;
color: red;
}
</style>
</head>
<body>
<h2>লিস্ট এবং লিস্ট আইটেম কালার</h2>
<ul>
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ul>
</body>
</html>
ফলাফল
লিস্ট শটকার্ট প্রোপার্টি
list-style
প্রোপার্টি হল লিস্টের জন্য একটি শর্টকার্ট প্রোপার্টি। একটি ডিক্লেয়ারেশনের মধ্যে সবগুলো লিস্ট প্রোপার্টি সেট করার জন্য এই প্রোপার্টি ব্যবহার করতে হয়।
শর্টকার্ট প্রোপার্টি ব্যবহার করতে হলে প্রোপার্টির নিম্নোক্ত ধারা মেনে চলতে হবেঃ
list-style-type
:- লিস্ট আইটেমকে মার্কিং করার জন্য যদিlist-style-image
প্রোপার্টি সেট করা হয়, কিন্তু কোনো কারণে যদি ইমেজ না প্রদর্শিত হয় তাহলেlist-style-type
প্রোপার্টির ভ্যালু প্রদর্শিত হবে।list-style-position
:- লিস্ট আইটেমে মার্কার কন্টেন্টের ভেতরে না বাহিরে প্রদর্শিত হবে তা ঠিক করে দেয়।list-style-image
:- ইমেজ দিয়ে লিস্ট আইটেমকেে মার্কিং করার জন্য এটি ব্যবহার করা হয়।
উপরের কোন একটি প্রোপার্টির ভ্যালু যদি বাদ পড়ে, তাহলে বাদ পড়া প্রোপার্টির জন্য ডিফল্ট ভ্যালু যুক্ত হবে।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস উদাহরণ</title>
<style>
ul {
list-style: square inside url('../images/sqpurple.gif');
}
</style>
</head>
<body>
<h2>list-style শর্টকাট প্রোপার্টির ব্যবহার</h2>
<ul>
<li>মোবাইল</li>
<li>ল্যাপটপ</li>
<li>কম্পিউটার</li>
</ul>
</body>
</html>
ফলাফল