নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?

মনমরা

মনহড়া

মনমাঝি

পরাণপ্রিয়


Description (বিবরণ) :

প্রশ্ন: নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?

ব্যাখ্যা:

রূপক কর্মধারয় সমাসের উদাহরণ মনমাঝি।

উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়।

যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।


Related Question

নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ

নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?

আমি আর গেলাম না

এবার মাছ ধরা যাক

আম বোধ হয় পেঁকেছে

কুকুর লোকটিকে কামড়ালো

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----

পেট্রোলিয়াম

কয়লা

প্রাকৃতিক গ্যাস

বায়োগ্যাস

নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

লিনাক্স

মজিলা

উবুন্টু

উইন্ডোজ