তামার বিষ'বাগধারাটির অর্থ কী?

ক্ষণস্থায়ী বস্তু

অর্থের কুপ্রভাব

তীব্রজ্বালা

অসম্বব বস্তু


Description (বিবরণ) :

প্রশ্ন: তামার বিষ'বাগধারাটির অর্থ কী?

ব্যাখ্যা:

'তামার বিষ' বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব।

তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব ।

বাক্য রচনা :

তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।


Related Question

তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?

নিকেল

টিন

সিসা

দস্তা (জিঙ্ক)

”তামার বিষ” অর্থ কি?

মোসাহেবী

শ্রমবিমুখ

হৃতাবশিষ্ট

অর্থের কুপ্রভাব