আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন(FIFA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

রিওডি জেনেরিও

জুরিখ

অটোয়া

কুয়ালালামপুর


Description (বিবরণ) :

প্রশ্ন: আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন(FIFA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ব্যাখ্যা: আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (FIFA) এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের প্যারিসে বিশ্ব ফুটবলের প্রধান এ সংস্থাটি জন্মলাভ করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৭টি - বেলজিয়াম , ডেনমার্ক , ফ্রান্স , নেদারল্যান্ডস ,স্পেন , সুইডেন ও সুইজারল্যান্ড।


Related Question

আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে --

সেন্টিগ্রেড

কেলভিন

সেলসিয়াস

ফারেনহাইট

আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -----

৭ জুলাই

৯ মার্চ

৫ জুন

২১ মে

আন্তর্জাতিক নারী দিবস কোনটি?

৮ই মার্চ

৭ই মার্চ

৯ই মার্চ

১১ই মার্চ