আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে --

সেন্টিগ্রেড

কেলভিন

সেলসিয়াস

ফারেনহাইট


Description (বিবরণ) :

প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে --

ব্যাখ্যা: কেলভিন হলো তাপগতীয় তাপমাত্রার এস. আই. একক। ১ কেলভিন হলো পানির ত্রৈধ বিন্দুর তাপগতীয় তাপমাত্রা'র ১/২৭৩.১৬ ভগ্নাংশের সমান। তাপমাত্রার পার্থক্য কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস(সেন্টিগ্রেড) স্কেলে সমান কিন্তু ডিগ্রী সেলসিয়াসে প্রকাশিত একটি নির্দিষ্ট তাপমাত্রা সংখ্যাগতভাবে কেলভিনে প্রকাশিত তাপমাত্রার চেয়ে ২৭৩.১৫ পরিমাণ ক্ষুদ্রতর। অর্থাৎ, ১ ডিগ্রি সেলসিয়াস = ১ কেলভিন - ২৭৩.১৫ কেলভিনকে 'K' দ্বারা সূচিত করা হয়।


Related Question

আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -----

৭ জুলাই

৯ মার্চ

৫ জুন

২১ মে

আন্তর্জাতিক নারী দিবস কোনটি?

৮ই মার্চ

৭ই মার্চ

৯ই মার্চ

১১ই মার্চ

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন(FIFA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

রিওডি জেনেরিও

জুরিখ

অটোয়া

কুয়ালালামপুর