আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -----
৭ জুলাই
৯ মার্চ
৫ জুন
২১ মে
Description (বিবরণ) :
প্রশ্ন: আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -----
ব্যাখ্যা:
বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ২০১৮ সালে প্লাস্টিক - দূষণ বন্ধের আহ্বানে 'বিট প্লাস্টিক পলিউশন' প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হবে। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।
Related Question
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে --
সেন্টিগ্রেড
কেলভিন
সেলসিয়াস
ফারেনহাইট
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) -এর সদর দপ্তর -----
ভিয়েনা
বন
জেনেভা
রোত
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -----
W. Wilson
Paul Harris
Baden Powel
H. Wilson
আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
৮ই মার্চ
৭ই মার্চ
৯ই মার্চ
১১ই মার্চ
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন(FIFA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
রিওডি জেনেরিও
জুরিখ
অটোয়া
কুয়ালালামপুর