বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়‘
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ?
ব্যাখ্যা:
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যতি বা ছেদ চিহ্নের সংখ্যা ১২ টি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের শুরুতে, শেষে বা মাঝে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়।
Related Question
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
ডক্টর সুকুমার সেন
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------
সংস্কৃত
পালি
প্রাকৃত
অপ্রভ্রংশ
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ----
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
বাংলা ভাষার মুল উৎস কোনটি?
কানাড়ি বাড়ি
বৈদিক ভাষা
হিন্দি ভাষা
প্রাকৃত ভাষা
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে