মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ------

মহাকাব্যে

নাটকে

পত্রকাব্যে

সনেটে


Description (বিবরণ) :

প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ------

ব্যাখ্যা: বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের, সনেটকে বাংলায় চতুর্দশপদী নাম মহাকবি মাইকেল মধুসূদনই দিয়েছিলেন। বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। ১৮৬৬ খ্রীষ্টাব্দে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই কবিতাগুলিতে কবি চিত্তের ব্যকুলতা, স্বদেশ প্রেমিকতা ও আবেগ ধ্বনিত হয়েছে।


Related Question

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?

অস্ট্রিয়া

গ্রিস

সুইডেন

ইতালি

মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

তিলোত্তমা কাব্য

মেঘনাদ বধ কাব্য

বেতাল পঞ্চবিংশতি

বীরাঙ্গনা

কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ব্রজাঙ্গনা

বিলাতের পত্র

বীরাঙ্গনা

হিমালয়

মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-

পত্রকাব্য

কাহিনীকাব্য

মহাকাব্য

খন্ড কবিতার সংকলন

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?

অস্ট্রিয়া

গ্রীস

ইতালি

ফ্রান্স