মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য?
মহাকাব্য
সনেট
পত্রকাব্য
গীতিকাব্য
Description (বিবরণ) :
প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য?
ব্যাখ্যা: 'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম । রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১ টি পত্র আছে।
Related Question
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ------
মহাকাব্যে
নাটকে
পত্রকাব্যে
সনেটে
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
অস্ট্রিয়া
গ্রিস
সুইডেন
ইতালি
মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
তিলোত্তমা কাব্য
মেঘনাদ বধ কাব্য
বেতাল পঞ্চবিংশতি
বীরাঙ্গনা
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
ব্রজাঙ্গনা
বিলাতের পত্র
বীরাঙ্গনা
হিমালয়
মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-
পত্রকাব্য
কাহিনীকাব্য
মহাকাব্য
খন্ড কবিতার সংকলন
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
অস্ট্রিয়া
গ্রীস
ইতালি
ফ্রান্স