মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

তিলোত্তমা কাব্য

মেঘনাদ বধ কাব্য

বেতাল পঞ্চবিংশতি

বীরাঙ্গনা


Description (বিবরণ) :

প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ঘটান 'তিলোত্তমাসম্ভব' কাব্যগ্রন্থে। তার রচিত' মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য এবং 'বীরঙ্গনা' বাংলা সাহিত্যের সর্বপ্রথম পত্রকাব্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'বেতালপঞ্চবিংশতি' হিন্দি 'বৈতাল পচ্চীসীর' অনুবাদ' বিদ্যাসাগর এই গ্রন্থে সর্বপ্রথম যতি - চিহ্নের সফল প্রয়োগ করেন।


Related Question

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?

অস্ট্রিয়া

গ্রিস

সুইডেন

ইতালি

কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ব্রজাঙ্গনা

বিলাতের পত্র

বীরাঙ্গনা

হিমালয়

মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-

পত্রকাব্য

কাহিনীকাব্য

মহাকাব্য

খন্ড কবিতার সংকলন

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?

অস্ট্রিয়া

গ্রীস

ইতালি

ফ্রান্স