নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য?

শেষের কবিতা

দিবারাত্রির কাব্য

দোলনচাঁপা

বাংলার কাব্য


Description (বিবরণ) :

প্রশ্ন: নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য?

ব্যাখ্যা:

দোলনচাঁপা হচ্ছে কাব্যগ্রন্থ।

দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়।


Related Question

' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----

মুকুন্দরাম চক্রবর্তী

ভারতচন্দ্র রায়

মদনমোহন তর্কালঙ্কার

কামিনী রায়

'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম------

প্রমথ চৌধুরী

ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়

সুধীন্দ্রনাথ দত্ত

নবীনচন্দ্র সেন