'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার লেখা?
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ আবদুল হাই
সুনীতিকুমার চট্রোপাধ্যায়
সুকুমার সেন
Description (বিবরণ) :
প্রশ্ন: 'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার লেখা?
ব্যাখ্যা:
বাংলা ভাষার ইতিবৃত্ত - লিখেছেন ড. মুহাম্মাদ শহীদুল্লাহ। তিনি ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিম বঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম - ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা ইত্যাদি।
Related Question
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
ডক্টর সুকুমার সেন
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------
সংস্কৃত
পালি
প্রাকৃত
অপ্রভ্রংশ
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ----
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
বাংলা ভাষার মুল উৎস কোনটি?
কানাড়ি বাড়ি
বৈদিক ভাষা
হিন্দি ভাষা
প্রাকৃত ভাষা
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে