এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ : ৩ অনুপাত ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ : ১ : ১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?
৫৭৫
৬০০
৬২৫
৬৫০
Description (বিবরণ) :
প্রশ্ন: এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ : ৩ অনুপাত ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ : ১ : ১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?
ব্যাখ্যা: শীঘ্রই প্রশ্নের ব্যাখ্যা যোগ করা হবে!
Related Question
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ
রূপসী বাংলা
বনলতা সেন
ছাড়পত্র
সারাদুপুর
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে --
সেন্টিগ্রেড
কেলভিন
সেলসিয়াস
ফারেনহাইট
বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?
বর্ধমান হাউজ
বাংলা ভবন
আহসান মঞ্জিল
চামেলী হাউজ
নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----
পারমাণবিক জ্বালানি
পীট কয়লা
ফুয়েল সেল
সূর্য
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা ------
তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
তাপ শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
বাসস একটি------
সংবাদ সংস্থার নাম
একটি প্রেস ক্লাবের নাম
একটি খবরের কাগজের নাম
একটি বিদেশী কোম্পানির নাম