পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক---

১০০ কোটি বছর আগে

১০ লক্ষ বছর আগে

১০ কোটি বছর আগে

১ কোটি বছর আগে


Description (বিবরণ) :

প্রশ্ন: পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক---

ব্যাখ্যা:

পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক ১০০ কোটি বছর আগে।

পৃথিবী সৃষ্টির শুরুর দিকে কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা সম্ভভ নয় কখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লৌহের একটি কেন্দ্র এবং একটি বায়ুমণ্ডল।


Related Question

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

৮.৩২ মিনিট

৯.১২ মিনিট

৭.৯৬ মিনিট

১০.৫৬ মিনিট

পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

ইংরেজী

ফরাসী

আরবী

মান্দারিন

পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?

প্রাকৃতিক

সামাজিক

রাজনৈতিক

ভৌগোলিক

পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?

লোহা

সিলিকন

পারদ

তামা