বাংলা লিপির উৎস কি?
সংস্কৃত লিপি
চীনা লিপি
আরবি লিপি
ব্রাহ্মী লিপি
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা লিপির উৎস কি?
ব্যাখ্যা: বাংলালিপির বিবর্তনের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। প্রাচীন ভারতে দু’টি লিপির ইতিহাস পাওয়া যায়। একটি হলো ব্রাহ্মী, অপরটির নাম খরোষ্টি। ব্রাহ্মী লেখা হতো বাম থেকে ডানদিকে, আর খরোষ্টি লেখা হতো ডান থেকে বামে। খরোষ্টি ভারতীয়দের নিজস্ব লিপি নয়। এ লিপি গৃহীত হয়েছে মধ্যপ্রাচ্যের আরামিক লিপি থেকে। তবে এ লিপির ব্যবহার বিশেষ করে ভারতের উত্তর - পশ্চিম অঞ্চলেই সীমাবদ্ধ। কুষাণযুগে খরোষ্টি ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলায় প্রাপ্ত কুষাণমুদ্রায়, পশ্চিমবঙ্গের বেড়াচাঁপা ও চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত পোড়ামাটির সীল ও মৃৎমাত্রের ভগ্নাবশেষে খরোষ্টি লিপি পাওয়া গিয়েছে। তবে বাংলার লিপিতে এর কোনো প্রভাব পড়েনি। ব্রাহ্মীলিপি থেকেই বিকশিত হয়েছে বাংলালিপি। ব্রাহ্মী ভারতবর্ষের প্রাচীনতম ও বহুল প্রচলিত লিপি।
Related Question
বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
নাগরী লিপি
শ্যামী লিপি
সিংহলী লিপি
ব্রাক্ষী লিপি
বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
খরোষ্ঠী লিপি
ব্রাক্ষী লিপি
অশোক লিপি
প্রকৃত লিপি
বাংলা লিপির উৎস -
সংস্কৃত লিপি
ব্রাক্ষী লিপি
চীনা লিপি
আরবী লিপি
বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
খরোষ্ঠী লিপি
ব্রাহ্মী লিপি
অশোক লিপি
প্রকৃত লিপি
বাংলা লিপির উৎস কি?
সংস্কৃত লিপি
চীনা লিপি
আরবি লিপি
ব্রাহ্মী লিপি
কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?
সেন আমলে
গুপ্ত আমলে
পাঠান আমলে
পাল আমলে