বাংলা লিপির উৎস -

সংস্কৃত লিপি

ব্রাক্ষী লিপি

চীনা লিপি

আরবী লিপি


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা লিপির উৎস -

ব্যাখ্যা:

ব্রাহ্মী একসময় ইংরেজিতে "পিন - ম্যান" নামে পরিচিত ছিল। ৫ম শতকের গুপ্তলিপিকে মাঝেমাঝে "পরবর্তী ব্রাহ্মী" বলা হয়।

ব্রাহ্মীলিপি থেকে অসংখ্য লিপি উত্পন্ন হয়েছিল। বর্তমানে অনেকগুলো আধুনিক লিপি ভারতসহ পূর্বএশিয়ায় সগৌরবে চলছে। তাই ব্রাহ্মী বিশ্বের সর্বাধিক প্রভাবক লিপি হিসেবে সমাদৃত। এক সমীক্ষায় দেখা গেছে ১৯৮টি লিপি ব্রাহ্মী থেকে উত্পন্ন হয়েছে।

লিপিটির নিজস্ব সংখ্যা ব্যবস্থা আছে। ব্যবস্থাটি ইন্দো - আরবী সংখ্যা পদ্ধতির মৌলিক যোগান দিয়েছে যা এখন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে।


Related Question

বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

নাগরী লিপি

শ্যামী লিপি

সিংহলী লিপি

ব্রাক্ষী লিপি

বাংলা লিপির উৎস কি?

সংস্কৃত লিপি

চীনা লিপি

আরবি লিপি

ব্রাহ্মী লিপি

বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?

খরোষ্ঠী লিপি

ব্রাক্ষী লিপি

অশোক লিপি

প্রকৃত লিপি

বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?

খরোষ্ঠী লিপি

ব্রাহ্মী লিপি

অশোক লিপি

প্রকৃত লিপি

বাংলা লিপির উৎস কি?

সংস্কৃত লিপি

চীনা লিপি

আরবি লিপি

ব্রাহ্মী লিপি