'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'---- এটি কার ঘোষণা?
তিতুমীর
ফকির মজনু শাহ
দুদু মিয়া
হাজী শরীয়তউল্লাহ
Description (বিবরণ) :
প্রশ্ন: 'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'---- এটি কার ঘোষণা?
ব্যাখ্যা:
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী' - - - - এটি দুদু মিয়ার ঘোষণা।
মুহাম্মদ মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯ - ২৪ সেপ্টেম্বর, ১৮৬২) ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী।
ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথ নির্দেশনা দানকারী ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ তার পিতা।
বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন এক অন্যতম মহানায়ক।
Related Question
বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?
২ কোটি ৪০ লক্ষ একর
২ কোটি ৫০ লক্ষ একর
২ কোটি একর
২ কোটি ২৫ লক্ষ একর
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
১৯৫০ সালে
১৯৪৮ সালে
১৯৪৭ সালে
১৯৫৪ সালে
'যে জমিতে ফসাল জন্মায় না' এক কথায়-
পতিত
অনুর্বর
ঊষর
বন্ধ্যা
জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?
৩২০ একর
২১৫ একর
১৮৫ একর
১২২ একর
বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
২ কোটি ১০ লক্ষ ১৭ হাজার একর
২ কোটি ৫০ লক্ষ একর
২ কোটি ২৫ লক্ষ একর
২ কোটি একর