বাংলা কাব্যে “ভোরের পাখি” বলা হয়?

রবীন্দ্রনাথ ঠাকুর

কায়কোবাদ

বিহারীলাল চক্রবর্তী

মোহিতলাল মজুমদার


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা কাব্যে “ভোরের পাখি” বলা হয়?

ব্যাখ্যা:

বাংলা কাব্যে “ভোরের পাখি” বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে ।

বাংলা কাব্যে 'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে । ব্যক্তির অন্তলীনতি, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা গীতিকবিতাকে নতুন এক প্রেরণা দান করেন বিহারীলাল । বাংলা গীতিকবিতায় তার অবদানস্বরূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন । অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি - বিশ্বকবি এবং ছদ্মনাম - ভানুসিংহ । কায়কোবাদের প্রকৃত নাম কাজল আল কোরায়েশী । তার ছন্দনাম - কায়কোবাদ । মোহিতলাল মজুমদারের ছদ্মনা - কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস ।


Related Question

বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যেন্দ্র নাথ দত্ত

মাইকেল মধুসূদন দত্ত

কাদের নেওয়াজ

বাংলা কাব্যে 'অমিত্রাক্ষর ছন্দ' প্রবর্তন করেন কে ?

কায়কোবাদ

সুকান্ত ভট্রাচার্য

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

মাইকেল মধুসূধন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

কোন দু'জন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি- ফারসি শব্দ ব্যবহার করেন?

মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ

আবদুল করিম ও সাহিত্যবিশারদ ও ঈশ্বরগুপ্ত

মীর মশারফ হোসেন ও কায়কোবাদ

বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

মাইকেল মধুসূদন দত্ত

জসীমউদ্‌দীন

বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক?

মাইকেল মধুসূদন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

সতেন্দ্র নাথ দত্ত

কাদের নওয়াজ