কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?
বাউন্ডেলের আত্মকাহিনী
রাজবন্দীর জবানবন্দী
মৃত্যুক্ষুধা
বাঁধন হারা
Description (বিবরণ) :
প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?
ব্যাখ্যা:
করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা); গল্প: হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি।
Related Question
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন?
১৯৭৪
১৯৭৬
১৯৭৮
১৯৮১
কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
বারীন্দ্রকুমার ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর
বীরজাসুন্দরী দেবী
মুজাফফর আহমদ
কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ?
মৃত্যুক্ষুধা
পথের দাবী
চোখের বালি
পথের পাচালি
বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?
চুরুলিয়া
দবিরামপুর
শান্তিডাঙ্গা
কালীগঞ্জ
কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়-
পদ্মশ্রী
পদ্মভূষণ
পদ্মবিভূষণ
কোনোটি নয়
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
ঘরে-বাইরে
রাজা
ডাকঘর