কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়-

পদ্মশ্রী

পদ্মভূষণ

পদ্মবিভূষণ

কোনোটি নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়-

ব্যাখ্যা:

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য জীবনে বিভিন্ন পদক লাভ করেন।

তার মধ্যে উল্লেখযোগ্য ভারত সরকার কতৃক ১৯৬০ সালে পদ্মভূষণ পদক লাভ করে।

এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।


Related Question

কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

বারীন্দ্রকুমার ঘোষ

রবীন্দ্রনাথ ঠাকুর

বীরজাসুন্দরী দেবী

মুজাফফর আহমদ

কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?

বাউন্ডেলের আত্মকাহিনী

রাজবন্দীর জবানবন্দী

মৃত্যুক্ষুধা

বাঁধন হারা

কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ?

মৃত্যুক্ষুধা

পথের দাবী

চোখের বালি

পথের পাচালি