'দুই এবং নব্বই'= বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ
প্রাদি সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
নিত্য সমাস
Description (বিবরণ) :
প্রশ্ন: 'দুই এবং নব্বই'= বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ
ব্যাখ্যা:
নিত্য সমাস
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস - বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
Related Question
১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে?
লাওস
ভিয়েতনাম
মঙ্গোলিয়া
গণচীন
যার দুই হাত সমান চলে (এক কথায় প্রকাশ কর)
সব্যসাচী
দোহাতী
হাতটান
কোনটিই নয়
কাবাডি খেলায় দুই অর্ধের মধ্যে কত মিনিট বিরতি দেয়া হয়?
৫ মিনিট
৭ মিনিট
১০ মিনিট
১৫ মিনিট
দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে ?
দুইটি বাহু ও এককোণ
তিনটি বাহু
এক বাহু ও দুইটি কোণ
তিনটি কোণ
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
করণে শূন্য
কর্মে শূন্য
অধিকরণে ৭মী