কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় -----

এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ

যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে

কম্পিউটার তৈরির নকশা


Description (বিবরণ) :

প্রশ্ন: কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় -----

ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝায় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল। সফটওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায় না। কোন কম্পিউটার ব্যবস্থায় সকল ভৌত যন্ত্রপাতি ও ডিভাইস, কী বোর্ড, প্রিন্টার, মনিটর ইত্যাদিকে একত্রে বলে হার্ডওয়্যার বা যান্ত্রিক সরঞ্জাম। হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশের সম্মিলিত রূপ।


Related Question

কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-

স্টার্ট আপ ডিস্ক

ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক

হাইডেনসিটি ডিস্ক

ম্যাগনেটিক ডিস্ক

নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?

মনিটর

স্পিকার

প্রিন্টার

মাউস

আধুনিক কম্পিউটারের জনক কে?

উইলবার রাইট

চার্লস ব্যাবেজ

টিম বার্নার্স লী

জন বেয়ার্ড

নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?

গ্রাফিক্স কার্ড

হার্ডডিস্ক

রম

প্রসেসর

নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমোরি ?

হার্ডডিস্ক

ফ্লপি ডিস্ক

রাম

সিডি