সাপ্তাহিক 'বেগম' পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?

১৯৫২ সালে

১৯৪৮ সালে

১৯৪৭ সালে

১৯৫৫ সালে


Description (বিবরণ) :

প্রশ্ন: সাপ্তাহিক 'বেগম' পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?

ব্যাখ্যা:

সাপ্তাহিক "বেগম পত্রিকা" ইংরেজি ১৯৪৭ সালে প্রকাশিত হয়। বেগম পত্রিকাটি বাংলা ভাষায় রচিত প্রথম সচিত্র নারী সাপ্তাহিক। সাহিত্য ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্য তে ১৯৪৭ সালের ২০ জুলাই পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত হয়। পরে ১৯৫০ সালে পত্রিকাটির কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়।


Related Question

সাপ্তাহিক 'সুধাকর' --এর সম্পাদক কে?

মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ

মুন্সি মোহাম্মদ মেহের উল্লা

শেখ আব্দুর রহিম

ইসমাইল হোসেন সিরাজী

মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে-

রবিবার

সোমবার

মঙ্গলবার

বুধবার

শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?

সমাচার দর্পন

বাঙ্গাল গেজেট

সংবাদ কৌমুদী

সমাচার চন্দ্রিকা

”সুধাকর” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন-

মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ

মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ

শেখ আব্দুর রহিম

ইসমাইল হোসেন সিরাজী

'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?

কৃষ্ণচন্দ্র মজুমদার

রামানন্দ চট্রোপাধ্যায়

শামসুর রাহমান

সিকান্দার আবু জাফর