সাপ্তাহিক 'সুধাকর' --এর সম্পাদক কে?
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
শেখ আব্দুর রহিম
ইসমাইল হোসেন সিরাজী
Description (বিবরণ) :
প্রশ্ন: সাপ্তাহিক 'সুধাকর' --এর সম্পাদক কে?
ব্যাখ্যা:
সাপ্তাহিক 'সুধাকর' (১৮৯৪) , মাসিক 'মিহির (১৮৯২), মাসিক হাফেজ' 'মোসলেম ভারত' প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন শেখ আবদুর রহিম। 'মুললামন' (১৮৮৪), সাপ্তাহিক 'নব সুধাকর' (১৯৮৫), 'ইসলাম ' (১৮৮৫) ইত্যাদি পত্রিকার সম্পাদক ছিলেন মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ। মাসিক 'নূর' (১৯১৯) ও সাপ্তাহিক 'সুলতান' (১৯২৩) পত্রিকা সম্পাদনা করেন ইসমাইল হোসেন সিরাজী এবং মুন্সী মেহেরুল্লাহ ছিলেন ধর্মপ্রচারক । তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেননি। তিনি 'খ্রিষ্টান ধর্মের অসারতা' নামে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেন।
Related Question
মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে-
রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার
সাপ্তাহিক 'বেগম' পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
১৯৫২ সালে
১৯৪৮ সালে
১৯৪৭ সালে
১৯৫৫ সালে
করিমের সাপ্তাহিক আয় ৩৫০০ টাকা হলে এই হিসাবে জুন মাসে তার কত টাকা আয় হয়েছিল?
১২০০০
১৪০০০
১৫০০০
১০৪০০
শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?
সমাচার দর্পন
বাঙ্গাল গেজেট
সংবাদ কৌমুদী
সমাচার চন্দ্রিকা
”সুধাকর” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন-
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
শেখ আব্দুর রহিম
ইসমাইল হোসেন সিরাজী
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
রামানন্দ চট্রোপাধ্যায়
শামসুর রাহমান
সিকান্দার আবু জাফর