নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
গ্রাফিক্স কার্ড
হার্ডডিস্ক
রম
প্রসেসর
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
ব্যাখ্যা:
সাধারণত CPU – কে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। তবে উল্লিখিত চারটির মধ্যে প্রসেসর কম্পিউটারের মস্তিষ্করূপে কাজ করে। হার্ডডিস্ক হচ্ছে অপেক্ষাকৃত অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন চৌম্বকীয় পদার্থেরপাতলা ধাতব পাতের সমন্বয়ে গঠিত শক্ত ম্যাগনেটিক ডিস্ক। এটি কম্পিউটারের সহায়ক স্মৃতি। এর ধারণ ক্ষমতা সাদারণত কয়েক মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট পর্যন্ত হয়।
Related Question
নিচের কোনটি সঠিক?
বিদ্রোহী-কাব্য গ্রন্থ
শেষের কবিতা-নাট্য গ্রন্থ
বিষবৃক্ষ-উপন্যাস
নৌকা ডুবি-গল্প গ্রন্থ
নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?
আমি আর গেলাম না
এবার মাছ ধরা যাক
আম বোধ হয় পেঁকেছে
কুকুর লোকটিকে কামড়ালো
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
লিনাক্স
মজিলা
উবুন্টু
উইন্ডোজ
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যাবহৃত হয়?
মাউস
প্লটার
মডেম
কীবোর্ড