'লাঠালাঠি' শব্দটির সমাস----
দ্বন্দ্ব
বহুব্রীহি
কর্মধারায়
তৎপুরুষ
Description (বিবরণ) :
প্রশ্ন: 'লাঠালাঠি' শব্দটির সমাস----
ব্যাখ্যা:
যে সমাসের পূর্বপদ ও পরপদ কারো অর্থ প্রাধান্য পায় না , সম্পূর্ণ তৃতীয় একটি অর্থ প্রকাশ পায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
প্রধানত বহুব্রীহি সমাস সাত প্রকার:
১/ সমানাধিকরন বহুব্রীহি: দশানন—দশ আনন যার
২/ ব্যাধিকরণ বহুব্রীহি: পাপমতি - - পাপে মতি যার
৩/ মধ্যপদোলোপি বহুব্রীহি: বিড়ালাক্ষী - - বিড়ালের অক্ষির মতো অক্ষি যার
৪/ অলোপ বহুব্রীহি: মুখেভাত - - মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে।
৫/ ব্যাতিহার বহুব্রীহি: লাঠালাঠি - - লাঠিতে লাঠিতে লড়াই।
৬/ না বহুব্রীহি: নির্বাক - - নেই বাক যার।
৭/সহার্থক বহুব্রীহি: সবাক - - বাকের সহিত বর্তমান
Related Question
' লাঠালাঠি' ----- এটি কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
'লাঠালাঠি' কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
বহুবীহি সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
'লাঠালাঠি' এটি কোন সমাস?
প্রাদি
তৎপুরুষ
কর্মধারয়
ব্যাতিহার বহুব্রীহি
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ?
নিত্য সমাস
আদি সমাস
বহুব্রীহি সমাস
অলুক সমাস
লাঠালাঠি শব্দটি কোন সমাস?
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
দ্বন্দ সমাস
”লাঠালাঠি” কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস