লাঠালাঠি শব্দটি কোন সমাস?
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
দ্বন্দ সমাস
Description (বিবরণ) :
প্রশ্ন: লাঠালাঠি শব্দটি কোন সমাস?
ব্যাখ্যা:
যে সমাসের সমস্ত পদে পূর্বপদ ও পরপদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান না হয়ে অন্য একটি পদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাস ৮ প্রকার। যথাঃ ১. সমানাধিকরণ বহুব্রীহি, ২. ব্যধিকরণ বহুব্রীহি, ৩. মধ্যপদলোপী বহুব্রীহি, ৪. ব্যতিহার বহুব্রীহি ৫. অলুক বহুব্রীহি ৬. নঞ্চ বহুব্রীহি ৭. প্রত্য্যান্ত বহুব্রীহি ও ৮. দ্বিগু বা সংখ্যাবাচক বহুব্রীহি। এদের মধ্যে ‘লাঠালাঠি’ শব্দের ব্যতিহার বহুব্রীহি সমাস, যার ব্যাসবাক্য লাঠিতে লাঠিতে যে যুদ্ধ - লাঠালাঠি। একইরুপে দুটি বিশেষ্য পদ একসঙ্গে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস।
Related Question
'লাঠালাঠি' শব্দটির সমাস----
দ্বন্দ্ব
বহুব্রীহি
কর্মধারায়
তৎপুরুষ
' লাঠালাঠি' ----- এটি কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
'লাঠালাঠি' কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
বহুবীহি সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
'লাঠালাঠি' এটি কোন সমাস?
প্রাদি
তৎপুরুষ
কর্মধারয়
ব্যাতিহার বহুব্রীহি
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ?
নিত্য সমাস
আদি সমাস
বহুব্রীহি সমাস
অলুক সমাস
”লাঠালাঠি” কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস