নিচের কোনটি কবি জসিমউদদীনের রচনা নয় ?
পদ্মার পলিদ্বীপ
রাখালী
ধানখেত
নক্সী কাঁথার মাঠ
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের কোনটি কবি জসিমউদদীনের রচনা নয় ?
ব্যাখ্যা:
পদ্মার পলিদ্বীপ কথাসাহিত্যিক আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস এবং চতুর্থ প্রকাশিত গ্রন্থ। 'মুক্তধারা' গ্রন্থটি প্রকাশ করে ১৯৮৬ সালের এপ্রিলে। এই সংস্করণে প্রদত্ত ছোট্ট ভূমিকা থেকে জানা যায় লেখক এটি লিখতে শুরু করেছিলেন ১৯৬০ সালে, আর লেখা সমাপ্ত করেন ১৯৮৫ সালে।
Related Question
নিচের কোনটি সঠিক?
বিদ্রোহী-কাব্য গ্রন্থ
শেষের কবিতা-নাট্য গ্রন্থ
বিষবৃক্ষ-উপন্যাস
নৌকা ডুবি-গল্প গ্রন্থ
নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?
আমি আর গেলাম না
এবার মাছ ধরা যাক
আম বোধ হয় পেঁকেছে
কুকুর লোকটিকে কামড়ালো
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
লিনাক্স
মজিলা
উবুন্টু
উইন্ডোজ
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যাবহৃত হয়?
মাউস
প্লটার
মডেম
কীবোর্ড