আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়-

১৪ ফেব্রুয়ারি

৪ মে

১৪ জুলাই

১৪ ডিসেম্বর


Description (বিবরণ) :

প্রশ্ন: আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়-

ব্যাখ্যা:

শিশু দিবস: - শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে।

শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল। বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর - এ উদযাপন করা হয় এবং আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদযাপন করা হয়।

তবে বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে শিশু দিবসটিকে উদযাপন করার। ১৯৯৬ সালে শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয় বাংলাদেশে


Related Question

আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে --

সেন্টিগ্রেড

কেলভিন

সেলসিয়াস

ফারেনহাইট

আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -----

৭ জুলাই

৯ মার্চ

৫ জুন

২১ মে

আন্তর্জাতিক নারী দিবস কোনটি?

৮ই মার্চ

৭ই মার্চ

৯ই মার্চ

১১ই মার্চ