আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -----

১৯৭০ সালে

১৯৭৩ সালে

১৯৭৪ সালে

১৯৭৮ সালে


Description (বিবরণ) :

প্রশ্ন: আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -----

ব্যাখ্যা:

আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে - - - - - ১৯৭৩ সালে।

১৯৭৩ সালে তেল রফতানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে।

আরব - ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল। এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ। যার সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে।

১৯৭০ এর দশকের শুরুতে বিশ্বের তেল সম্পদ নিয়ন্ত্রণের জন্য শুরু হলো এক নতুন লড়াই। তেল উৎপাদনকারী আরব দেশগুলো তেলের দাম বাড়ানোর চেষ্টা শুরু করার পর আতংক ছড়িয়ে পড়লো শিল্পোন্নত দেশগুলোতে।


Related Question

সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য ------

ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা

ইরাকের কুয়েত দখল অবসান করা

স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা

উপরের সবকটি

শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম -------

দামেস্ক চুক্তি

আলজিয়ার্স চুক্তি

কায়রো চুক্তি

বৈরুত চুক্তি

কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?

জর্ডান

লেবানন

ইরান

বাহরাইন

ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-----

ইন্দোনেশিয়া

মালয়েশিয়া

থাইল্যান্ড

ফিলিপাইন