আরব বসন্তের সুচনা কোথায় হয়?
মিশর
তিউনিশিয়া
ইরান
সিরিয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: আরব বসন্তের সুচনা কোথায় হয়?
ব্যাখ্যা:
আরব বসন্তের সুচনা হয় তিউনিশিয়াতে।
২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে।
গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
Related Question
আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ইরাক
আলজেরিয়া
সৌদি আরব
জর্ডান
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
জর্ডান
লেবানন
ইরান
বাহরাইন
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -----
১৯৭০ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৮ সালে
ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-----
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
থাইল্যান্ড
ফিলিপাইন
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ইরাক
মিশর
কুয়েত
জর্ডান