'কবর' নাটকির নাট্যকার-

জসীমউদ্দীন

নজরুল ইসলাম

মুনীর চৌধুরী

উৎপল দত্ত


Description (বিবরণ) :

প্রশ্ন: 'কবর' নাটকির নাট্যকার-

ব্যাখ্যা:

কবর নাটকটির নাট্যকার - মুনীর চৌধুরী। ১৯৫৩ সালের জানুয়ারী মাসে ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হোন। ১৭ জানুয়ারি রণেশ দাশগুপ্তের চিঠি পেয়ে তিনি কারাগারে নাটক লেখা শুরু করেন। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে।


Related Question

'কবর' নাটকটির লেখক----

জসীমউদ্‌দীন

নজরুল ইসলাম

মুনীর চৌধুরী

দ্বিজেন্দ্রলাল রায়

'কবর ' নাটকটি কোন পটভুমিতে লেখা?

মুক্তিযুদ্ধ

ভাষা আন্দোলন

ঊনসত্তর-এর গণভ্যূথ্যান

স্বৈরচার বিরোধী আন্দোলন

‘কবর‘ নাটকটির লেখক-

সৈয়দ শাসমুল হক

কবীর চৌধুরী

মুনীর চৌধুরী

শওকত ওসমান

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি ' কবর' নাটকের রচয়িতা কে?

কবির চৌধুরী

মুনীর চৌধুরী

সৈদয় শামসুল হক

মুনতাসীর মামুন

' কবর' নাটক কার রচনা ?

শহীদুল্লাহ কায়সার

জহির রায়হান

মুনীর চৌধুরী

সত্যেন সেন

"কবর" কবিতার কবি কে?

সুকান্ত ভট্টাচার্য

শামসুর রহমান

কাজী নজরুল ইসলাম

জসীমউদ্‌দীন