”আমি আজ জ্বর জ্বর বোধ করছি এখানে “জ্বর জ্বর” দ্বিরুক্তি কি বুঝাচ্ছে?

আধিক্য

সামান্য

অসুখ

পরস্পরতা

২ ও ৪ উভয়ই


Description (বিবরণ) :

প্রশ্ন: ”আমি আজ জ্বর জ্বর বোধ করছি এখানে “জ্বর জ্বর” দ্বিরুক্তি কি বুঝাচ্ছে?

ব্যাখ্যা:

বাংলা ভাষায় অনেক শব্দ বা পদ দুইবার ব্যবহৃত হয়ে অন্য একটি বিশেষ অর্থ প্রকাশ করে কোন শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে যেমন - ‘আমার জ্বর জ্বর লাগছেএখানেজ্বর জ্বরদ্বিরুক্ত শব্দটি ঠিকজ্বরঅর্থ প্রকাশ করছে না জ্বরের ভাব প্রকাশ করছে


Related Question

”আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে?

বদরুদ্দিন উমর

মাসুদা ভাট্টি

এম.আর. আখতার মুকুল

মেজর রফিকুল ইসলাম

”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা?

রশীদ হায়দার

জাহানারা ইমাম

এম. আর আখতার মুকুল

সেলিনা হোসেন

”আমি বাড়ি গিয়ে দেখলাম তুমি বসিয়া আছ”। এটা কোন রীতির ভাষা?

চলিত রীতি

সাধু রীতি

কথ্য রীতি

সাধু ও চলিত মিশ্রণ রীতি

”আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব” বাক্যটি কোন ধরনের বাক্য?

সরল বাক্য

যৌগিক বাক্য

জটিল বাক্য

নির্দেশাত্মক বাক্য