”আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য”--- উক্তিটি কার?
কর্নেল গাদ্দাফির
মার্শাল টিটোর
ফিদেল ক্যাস্ট্রোর
নেলসন ম্যান্ডেলার
Description (বিবরণ) :
প্রশ্ন: ”আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য”--- উক্তিটি কার?
ব্যাখ্যা:
১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ন্যাম সম্মেলনের এক সময় কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ক্যাস্ট্রো বলেছিলেন " আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তি ও সহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য।
Related Question
”আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে?
বদরুদ্দিন উমর
মাসুদা ভাট্টি
এম.আর. আখতার মুকুল
মেজর রফিকুল ইসলাম
”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা?
রশীদ হায়দার
জাহানারা ইমাম
এম. আর আখতার মুকুল
সেলিনা হোসেন
”আমি আজ জ্বর জ্বর বোধ করছি এখানে “জ্বর জ্বর” দ্বিরুক্তি কি বুঝাচ্ছে?
আধিক্য
সামান্য
অসুখ
পরস্পরতা
২ ও ৪ উভয়ই
”আমি বাড়ি গিয়ে দেখলাম তুমি বসিয়া আছ”। এটা কোন রীতির ভাষা?
চলিত রীতি
সাধু রীতি
কথ্য রীতি
সাধু ও চলিত মিশ্রণ রীতি
”আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব” বাক্যটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
নির্দেশাত্মক বাক্য